নারায়ণগঞ্জে চাঁদরাতে বন্ধুর হাতে বন্ধু খুন
একুশে জার্নাল
মে ২৫ ২০২০, ১৭:১৭
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার রাত ১.৩০ টায় ঘটনাটি ঘটে জেলা সদরের ফতুল্লা মডেল থানাধীন মুসলিম নগর এলাকায়। খুন করে পালিয়ে যাওয়ার সময় রক্তাক্ত ও আহত অবস্থায় পুলিশের হাতে আটক হয় ঘাতক বন্ধু।
২৫ মে সোমবার মধ্যরাতের ঘটনা। নিহত ফেরদৌস (৩০) পটুয়াখালী জেলার শুভডুগী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। ঘাতক বন্ধু রাকিব (২৯) শরিয়তপুর জেলার পোপনগর গ্রামের সোবহান মিয়ার ছেলে। তারা উভয়ে মুসলিম নগরের একই বাড়িতে ভাড়া থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে ১টার পর হঠাৎ চিৎকারের আওয়াজ শুনে আমরা তাদের ঘরে গিয়ে দেখি গোসলখানায় রাকিবের হাতে রক্তাক্ত ছুরি ও ফেরদৌস নিচে পরে আছে।
নিহতের স্ত্রী সাদিয়া বলেন, একমাস হলো ফেরদৌসের সঙ্গে আমার বিয়ে হয়। তারা দুজন দুজনের বন্ধু হিসাবেই জানতাম। কিন্তু কী নিয়ে তাদের দন্দ তা আমার জানা নেই।
অপরদিকে ঘাতক বন্ধু রাকিব খুন করে পালিয়ে যাওয়ার সময় রক্তাক্ত ও আহত অবস্থায় ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিন্হ রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।