নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৩ ২০২০, ১৪:৪৮

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত দলের ১ জন নিহতের খবর পাওয়া গেছে।
বুধবার ২২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ভোর ৫ টায় লাশ উদ্ধার করে।
নিহত জুয়েল (৩৮) লস্করদী গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। পুলিশ বলছে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে সে মারা গেছে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক আশাদুর রহমান জানান, রাত আনুমানিক দুইটার দিকে ব্রাম্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের আঃ কাদিরের বাড়িতে ১২/১৩ জনের একটি ডাকাত দল হানা দেয়।এ সময় তাদের চিৎকারে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশ-পাশের লস্করদী ও মনোহরদী গ্রামের শত শত লোক জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করলে ডাকাত দল রাতের আঁধারে পালাতে সক্ষম হলেও নিহত জুয়েল আটকা পড়ে যায়। উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ভোর পাঁচটায় তার লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত জুয়েল একজন কুখ্যাত ডাকাত।তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা, একটি হত্যা চেষ্টা মামলা সহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।