নারায়ণগঞ্জে কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৩ ২০২০, ২১:৫৪

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;

করোনা বিপর্যয়ে সারাদেশে যানবাহন বন্ধ থাকায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক খুজে পাচ্ছেননা। এদিকে ইরি-বোরো ধান কাটার সময় হয়েছে তাই সাধারণ কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের উপস্থিতিতে সদর ইউনিয়নের বাঘবের এলাকায় সাধারণ কৃষকের প্রায় ৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দিলেন উপজেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, সাংগঠনিক সম্পাদক লিটন প্রমুখ।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, সারাদেশে করোনায় বিপর্যস্ত মানুষের জনজীবন। বিশেষ করে এ এলাকার সাধারণ কৃষকরা পড়েছেন চরম দূর্ভোগে। অঘোষিত লকডাউনের কারনে সারাদেশর যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কোথাও ধান কাটার শ্রমিক খুজে পাচ্ছেন না কৃষকরা। তাই আমরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ কৃষকের লোকসান কমানোর জন্য নিজ হাতে ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি। গত বছরও আমরা সাধারণ কৃষকের পাশে দাড়িয়েছিলাম। যতদিন দেশে এ দুর্যোগ থাকবে ততদিন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ কৃষকের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম বলেন, ধানের বাম্পার ফলন হলেও করোনা বিপর্যয়ের কারনে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে অসহায় কৃষকরা। ধান কাটার শ্রমিক সংকট তীব্র হয়ে পড়েছে। সাধারণ কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের পাশে দাড়িয়েছি।

কৃষক ছাত্তার মিয়া বলেন, শ্রমিক সংকটের কারনে পাকা ধান কাটতে পারছিলামনা। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ক্ষেত থেকে ধান কেটে দিয়েছে তা কখনই ভুলে যাবার মতো না।