নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ২১০৪, মৃত্যু ৭২ জন
একুশে জার্নাল ডটকম
মে ২৪ ২০২০, ১২:৫৭

নিজস্ব প্রতিবেদক;
নারায়ণগঞ্জে ২৪ মে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ১৩৩ জন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২১০৪ জন, নতুন মৃত্যু ২ ও সুস্থ ২৫ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, গত ২৩ মে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিল ১৯৭১, মৃত্যু ৭০ ও সুস্থ ৬৬৪ জন।
সংক্ষেপে পুরো জেলার করোনা চিত্র:
স্থান- আক্রান্ত – সুস্থ – মৃত্যু
সিটি- ৯৫৬ – ৪১৫ – ৪৯
সদর- ৭১৮ – ২০৩ – ১৬
বন্দর- ৫৪ – ১৩ – ০১
আড়াইহাঃ- ৬৬ – ৩০ -০০
সোনারগাঁ- ১৩৮ -২০ -০৫
রূপগঞ্জ- ১৭২ – ০৮ – ০১