নারায়ণগঞ্জে করোনায় মোট মৃত্যু ৭৭, আক্রান্ত ২৫৩২ জন
একুশে জার্নাল ডটকম
মে ২৯ ২০২০, ১৫:৫০

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ২৯ মে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫৩২ জন। গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু হয়েছে ২ জনের ও নতুন সুস্থ ১৫ জন মিলে মোট মৃত্যু ৭৭ ও সুস্থ ৭২৪ জন। এমন তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
যে পরিসংখ্যানে ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ছিল মোট আক্রান্ত ২৪৯০, মৃত্যু ৭৫ ও সুস্থ ৭০৯ জন।
সংক্ষেপে পুরো জেলার করোনা চিত্র:
স্থান- আক্রান্ত – সুস্থ – মৃত্যু
সিটি- ১০৭৪ – ৪৩৬ – ৫১
সদর- ৮২৪ – ২১৭ – ১৭
বন্দর- ৭৪ – ১৩ – ০২
আড়াইহাঃ- ১১৯ – ৩০ -০০
সোনারগাঁ- ১৯৭ -২০ -০৬
রূপগঞ্জ- ২৪৪ – ০৮ – ০১