নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ‘মাদকবিরোধী’ র্যালী অনুষ্ঠিত হয়
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৪ ২০২০, ১৯:২৩
আজ ৪ সেপ্টেম্বর’২০ শুক্রবার ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নগর কার্যালয়ে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ নুর হোসেন, সেক্রেটারী সুলতান মাহমুদ, বামুক জেলা সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ, নগর ছাত্র-যুব বিষয়ক সম্পাদক ও যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য প্রকৌশলী ওমর ফারুক।
সম্মেলনে নগর কমিটির সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হাফেজ মুহাম্মদ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।এবং সম্মেলন শেষে নগরীতে “মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী র্যালী বের করা হয়। ঢাকা নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের র্যালী অনুষ্ঠিত হয়