নারায়ণগঞ্জে অস্থায়ী ইফতারির দোকান নিষিদ্ধ করলেন এসপি
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৪ ২০২০, ১৭:৩৬

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;
রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে কোন সড়কের ফুটপাতে কিংবা অলিগলিতে ইফতারির পসরা সাজিয়ে বেচাকেনা করা যাবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের এসপি। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।
এসপি বলেন, রমজান মাস কেন্দ্র করে আমাদের এক মিটিং হয়েছে। তাতে হোটেল খোলা রাখা ও ইফতার বেচাকেনার বিষয়ে আলোচনা হয়েছে
তাতে বলা হয়েছে অনুমোদিত হোটেল ও রেস্তোরাঁয় স্বাস্থ্য সম্মত ইফতার বানাতে পারবে। তবে সেখানে বসে কেউ খেতে পারবে না।কিনে যার যার বাসায় নিয়ে যাবে। এছাড়া অলিগলিতে বা ফুটপাতে কোন খোলা ইফতারির দোকান বসানো যাবে না। সন্ধ্যা ছয়টার পরে কেউ বাহিরে থাকতে পারবে না। তারাবির নামাজ আমরা ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মতে আদায় করবো।
তিনি আরো বলেন,পাড়া মহল্লায় এখনো জনগণ অপ্রয়োজনে ঘর থেকে বের হয়। আমরা আর কিছু দিন দেখবো। তারপরও কাজ না হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমরা আইইডিসিআরের নির্দেশনা মতে চললে সুস্থ্ থাকতে পারবো। আপনারা সবাই ঘরে থাকবেন, অকারণে বের হবেন না।নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে দিন।