নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে নেই করোনা রোগীর আইসোলেশন নিশ্চিত করার ব্যবস্থা
একুশে জার্নাল ডটকম
মে ১৮ ২০২০, ০৪:১০

নিজস্ব প্রতিবেদক
খানপুর করোনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আইসোলেশনে থাকা রোগীরা রাত হলেই বাইরে বেরিয়ে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ সেলিম ওসমানের পক্ষ থেকেও।
রোববার (১৭ মে) রাতে সাংসদ সেলিম ওসমানের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, হাসপাতালটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আক্রান্তরা যাতে বাইরে বের হয়ে আসতে না পারে সে জন্য তিনি হাসপাতালে আনসার নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছেন। আর এ লক্ষ্যেই বিকেলে তিনি সরেজমিনে হাসপাতালটি পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, নিয়োগকৃত আনসারদের হাসপাতাল অভ্যন্তরেই থাকার ব্যবস্থা করা হবে। এ বিষয়টির জন্য হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতি খালেদ হায়দার খান কাজল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু, হাসপাতালের আবাসিক চিকিৎসক শামসুদ্দোহা সঞ্চয়, কামরুল হাসান মুন্না সহ অন্যান্যরা।
সাংসদ ও জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম ওসমান জানান, আমরা জানতে পেরেছি হাসপাতালে যে সকল করোনা রোগীরা চিকিৎসাধীন রয়েছে তারা রাতে আইসোলেশন ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসে। এমনটা যাতে না হয় সে জন্য আমরা হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য দিয়ে রাতে পাহারার ব্যবস্থা করবো।