নারায়ণগঞ্জের মসজিদ ট্রাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে ২৬, আইসিইউতে ৫
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৭ ২০২০, ১১:১৮

স্টাফ করেসপন্ডেন্ট: গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা বায়তুসসালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে গুরুত্বর আহত অবস্থায় ভর্তি করা হয়েছিল। গতকাল রবিবার রাতে মনির ফরাজী সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তাদের লাশও আত্মীয়স্বজনের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে।
বার্ণ ইনস্টিটিউট থেকে জানা গেছে বাকি ১১ জনের মধ্যে ৫ জনকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।অপর ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক।
এদের ব্যাপারে চিকিৎসকরা বলছেন, আসলে তাদের শ্বাসনালীর কত অংশ পুড়ে গেছে তা এখনো বুঝা যাচ্ছে না।তাই তাদের কতটা অগ্রগতি হবে তা নিয়ে তারা শঙ্কিত।