নারায়ণগঞ্জের পৃথক স্থানে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০২০, ২১:২১

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;

১৯ এপ্রিল রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নীল রঙের কাভার্ডভ্যান তল্লাশি করে ১৮০০০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত কাভার্ডভ্যান ও পাচার কাজে ব্যবহৃত ৭৪০টি খালি প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়। এবং তার চালক মোঃ টিপু মুন্সি (২৬) ও হেল্পার মোঃ নাঈম মুন্সি (২১) নামের দুজনকে আটক করে র্যাব-১১ এর একটি দল।

দায়িত্বরত র্যাব অফিসার বলেন, গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এরা খুবই দক্ষ পাচারকারী চক্রের সদস্য। প্লাস্টিকের ক্যারেটের কোনার পাইপ সদৃশ স্থানে ছিদ্র করে তিনটির মধ্যে ইয়াবা নিয়ে যাচ্ছিল।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা বরিশাল জেলার উজিরপুর থানাধীন মন্ডপাশা এলাকার বাসিন্দা। তারা পেশাগত মাদক ব্যবসায়ী। তারা উখিয়া থেকে ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য ঢাকা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে।

 

অপরদিকে ১৯ এপ্রিল সকল ১১ টা থেকে ১২ টার মধ্যবর্তী সময়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রীজের পশ্চিম দিকে হঠাৎ মার্কেট সংলগ্ন চায়না প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ একটি পিকআপ ভ্যান ও তিন জন মাদক কারবারি কে গ্রেফতার করে র্যাব-১ (পূর্বাচল) এর টহল টীম।

র্যাব-১ (পূর্বাচল) এর কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কুমিল্লা থেকে গাউছিয়া হয়ে গাজীপুর গামী একটি পিকআপ ভ্যান বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসছে। আমরা তথ্য মতে পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টর সংলগ্ন চায়না প্রজেক্টের কাছে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করি। তারা কৌশলে চেকপোস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১.নাটোর জেলার বড়াইগ্রাম থানার আবু হোসেন মুন্সির ছেলে এনামুল হক (৩৬), ২. একই জেলার হাজারীবাড়ি থানার শরিফ হোসেনের ছেলে আক্তার হোসেন (৩৫), ৩. কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত নাসিম উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (৩০)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৫২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।