নামাজখানায় তরকারির দোকান : বাজার কমিটি নীরব
একুশে জার্নাল
মার্চ ১৪ ২০২০, ১০:৩৬
মাহমুদুল্লাহ মুহিব: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ী রায়বাজার তরকারি মহলে নামাজঘর দখল করে সবজির দোকান বসানোর অভিযোগ করেছে স্থানীয় মুসল্লীরা।
অনুসন্ধানে জানা যায়, আঠারো বাড়ী এলাকার ব্যস্ততম রায়বাজারের তরকারী মহলে মুসল্লীদের জন্য নির্মাণ করা হয়েছিল নামাজখানা। কিন্তু সেই নামাজখানা দখল করে এখন সেখানে বসানো হয়েছে সবজির দোকান। এতে জায়গা না থাকায় আসর, মাগরিব ও এশার নামাজের সময় মুসল্লীদেরকে ৩/৪টি জামাত করে নামাজ আদায় করতে হচ্ছে।
এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও অজানা কারণে নামাজঘরের জায়গা দখল মুক্ত করার কোন উদ্যোগই নেওয়া হচ্ছে না। স্থানীয়দের আশা- অতি সত্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যাথাযথ উদ্যোগ গ্রহণ করবে।