নামাজকেন্দ্রিক সরকারি নির্দেশনাকে কেন্দ্র করে মোতাওয়াল্লির উপর হামলা; আহত ২
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৪ ২০২০, ২২:৪৪

ফটিকছড়ি উপজেলার বাবুনগরে নামাজে সীমিত আকারে মুসল্লির অংশগ্রহণমূলক সরকারি নির্দেশনাকে কেন্দ্র করে হামলায় মুতওয়াল্লীসহ ২ জন আহত হয়েছে।
আজ ২৪ এপ্রিল বাদ জুমা নাজিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের (বোর্ড স্কুল সংলগ্ন) মাওলানা আব্দুর রহিম বাড়ি জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
এতে অনেকে আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত হয়েছেন মসজিদের মুতওয়াল্লী মাওলানা আলাউদ্দীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী।
যেভাবে ঘটনার সূত্রপাত:
চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাচতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ওয়াক্তিয়া নামাজের জামাতে ৫ জন ও জুমার জামাতে ১০ জনের অংশগ্রহণের নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনার আলোকে ফটিকছড়ি উপজেলা কর্মকর্তা প্রতিটি মসজিদের মুতওয়াল্লী বরাবর নোটিশ প্রেরণ করেন।
মাওলানা আতিক উল্লাহ বলেন, গতকাল মুতওয়াল্লীর পক্ষ থেকে এই নোটিশ পড়ে মুসল্লিদের শুনিয়ে দেয়া হলে ৫ জন কারা থাকবে তা নিয়ে বাকবিতণ্ডা হয়। এটাকে তারা (পূর্ব পাড়াবাসী) আমাদের পশ্চিম পাড়াবাসীর মসজিদ দখল বলে অপপ্রচার চালায়। এবং আমাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় মিথ্যা ও উসৃঙ্খলমূলক পোস্ট দিতে থাকে।
আমি পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া থেকে ৫ জন ঠিক করে দিলে তারা (পূর্ব পাড়ার লোকজন) তা অমান্য করে চলে যায়।
একি বিষয়ে আজকে জুমার নামাজে জনপ্রতিনিধি হিসেবে আমাদের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন আসলে আমি তার সাথে কথা বলছি এমন সময়ে হঠাত করে কিছু উসৃঙ্কল লোকজন মুতওয়াল্লীর উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ি লাঠি ও ইট দিয়ে হামলা করে রক্তাক্ত করে।
আমি তাদের নিবৃত করতে এগিয়ে গেলে তারা আমার উপরও একি কায়দায় হামলা করে। এতে আমি আর আলাউদ্দীন গুরুতর আহত হলেও আমাদের পশ্চিম পাড়ার আরো অনেকে আঘাতপ্রাপ্ত হন।
হামলাকারীরা হচ্ছে, নাছির (৩০) পিতা: তৈয়ব, আনিস (২০) পিতা: বাহাদুর, মারুফ (১৯) পিতা: জানে আলম, আব্দুল হালিম (৩৫) পিতা: আবুল বশর, মুবীন (২০) পিতা: লোকমান প্রকাশ মানিক, মাসুদ (২২) পিতা: নূর হোসেন প্রকাশ গুন্নি মানা, তারেক (২২) পিতা:মৃত মির আহমদ, সাজেদ (২০) পিতা: আজম।
হামলাকারীদের উপযুক্ত বিচার চেয়ে মাওলানা আতিকউল্লাহ আজ বিকাল ৫ টায় এ উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকঠ এ বিষয়ে অভিযোগপত্র দাখিল করেছেন।
এদিকে বিষয়ে জানতে চাইলে নাজিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইলকে ফোন করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
প্রসঙ্গত: নাজিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ বোর্ড স্কুলের উত্তর পার্শে মাওলানা আব্দুর রহিম মসজিদের পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া নিয়ে একটি সমাজ গঠিত। আর মসজিদটির প্রতিষ্টাতা মাওলানা আব্দুর রহিম। তার মৃত্যুর পর থেকে তার ওয়ারিশগণ এর মুতওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছে। সে সূত্রে বর্তমান মুতওয়াল্লীর দায়িত্ব পালন করছেন মাওলানা আলাউদ্দীন।