১ আগষ্ট জাতীয় হিফজ প্রতিযোগিতা
একুশে জার্নাল
জুলাই ১৬ ২০১৯, ১২:৫০
নান্নু মুন্সী জামিয়া কারিমিয়া মাদরাসার উদ্যোগে দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।
০১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ০৮ থেকে বামৈল ডেমরা নান্নুমুন্সি মাদরাসা ময়দানে প্রথম বারের মতো এ প্রতিযোগিতায় দশপারা গ্রুপে অংশগ্রহন করতে পারবেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে হিফজ শিক্ষর্থীরা।
এর মধ্যে সেরা ২০ জন প্রতিযোগীকে উত্তির্ণ হলে ফাইনালে সুযোগ করে দেয়া হবে, সর্বশেষ ফাইনালে প্রথম হলে তার জন্যে থাকবে পবিত্র ওমরা হজ্ব, দ্বিতীয় জনের জন্য থাকছে স্বর্ণপদক, তৃতীয় পুরস্কার রূপ্যপদকসহ নগদ অর্থ। এছাড়াও সেরা দশ পর্যন্ত থাকবে আকর্ষণীয় পুরুস্কার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম ও কলামিস্ট মাওলানা ওবাইদুর রহমান খান নদভী,। এতে সভাপতিত্ব করবেন মাদরাসাটির মুতাওয়াল্লী আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী।
বিচারকার্য পরিচালনা করবেন
উস্তাদুল হুফফাজ শায়েখ বজলুল হক,
উস্তাদুল কুররা শায়েখ ক্বারী আবুল হোসাইন,
প্রখ্যাত ব্যাক্তিত্ব শায়েখ নাজির মাহমুদ,
নন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
তবে শর্ত হচ্ছে:
*প্রতিযোগির বয়স অবশ্যই অনুর্ধ ১৫ বছর হতে হবে।
*রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৮ জুলাই।
*রেজিস্টশন ফি ১০০ টাকা।
ফরমের জন্য যোগাযোগ করুন
01788856628
01920082926
01634313050
এসএমএস এর মাধ্যমেরেজিস্টেশন করুন
নাম, পিতার নাম, মাদরসার নাম, পারা, মোবাইল নাম্বার, Send-01920082926 [bkash]
নিবেদক
হাফেজ মাওলানা জাফর আহমদ নোমানী
প্রিন্সিপাল: নান্নুমুন্সি জামিয়া কারিমিয়া,
ইমাম: গোলাপ শাহ মাজার মসজিদ গুলিস্থান।
বিশেষ প্রয়োজনে-
হাফেজ মো: তারেক জামীল
01318610288
তুমিও হতে পারো দেশজয়ী!
তাই আজই রেজিস্টেশন করো !!
অংশগ্রহণ করে জিতে নাও স্বপ্নের ওমরা হজ্ব !!!