নান্দাইলে মানবেতর জীবন যাপন করছেন মাদরাসা শিক্ষক এবং ইমাম, মোয়াজ্জিনগণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৯ ২০২০, ১৫:৪৯

এম.জহিরুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

করোনা ভাইরাসে যখন মানব সভ্যতা চরম হুমকির মধ্যে তখন সরকারি বেসরকারি ভাবে এগিয়ে এসেছে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান। সহযোগিতা করে যাচ্ছেন গরীব,অসহায় এবং মধ্যবিত্ত পরিবারদের।

কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন মাদরাসার শিক্ষক,ইমাম,মুয়াজ্জিনরা।লোকলজ্জায় বলতে পারছেন না নিজেদের অসহায়ত্বের কথা, যেখানে অন্যরা সম্পূর্ণ ভিন্ন।ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় রয়েছে হাজার হাজার আলেম পরিবার যারা লজ্জায় কাউ কে কিছু বলতেও পারছে না এবং নিজেরাও কিছু করতে পারছে না।নিজেদের একমাত্র উপার্জনের পথ মাদরাসা বা মসজিদের বেতনের উপর নির্ভর করা এই মহান মানুষ গুলো বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।

ঈদকে সামনে রেখে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে তাদের স্ত্রী সন্তান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদরাসা শিক্ষক বলেন, মাদরাসা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মাদরাসা কতৃপক্ষ বেতন না দিয়ে ই মাদরাসা ছুটি দিয়ে দেওয়ায় বাড়িতে এসে স্ত্রী সন্তান নিয়ে বড় কষ্টে আছি।অন্যরা তো বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পাচ্ছে কিন্তু আমরা কোন সহযোগিতা পাচ্ছি না বা লজ্জায় বলতেও পারছিনা।

ছেলেমেয়ে ঈদে নতুন জামার বায়না ধরছে এখন ওদের মুখে হাসি ফুটাবো? না সংসারের খরচ মিটাবো তা নিয়ে ই চিন্তিত। এমন অসংখ্য আলেম পরিবার রয়েছে যারা এবারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকবে।

তাই এসব অসহায় আলেম পরিবারের পাশে দাঁড়ানো সময়ের দাবি বলে মনে করেন সুশীল সমাজ।