নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল হাফেজ কিশোরের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২১ ২০২০, ১৮:০৬

নান্দাইল প্রতিনিধি;

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল নামে এক হাফেজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত হাফেজ শাকিল উপজেলার খারুয়া ইউপির নাগপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

শাকিলের চাচাতো ভাই আলমগীর জানান, মঙ্গলবার সকালে সহপাঠীদের সাথে ঘুড়ি উড়ানোর সময় তা গাছে আটকে যায়। গাছ থেকে সুতাসহ ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু জানান, আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের ব্যবস্থা চলছে।