নান্দাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
মে ২৫ ২০২০, ১৪:৩৩

এম.জহিরুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামে ইমরান হোসেন (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, আজ ২৫ শে মে (সোমবার) সকাল ১০ টার দিকে সবাই যখন ঈদের নামাজ পড়তে ঈদগাহে চলে যায় আমোদপুর গ্রামের এরশাদ মিয়ার একমাত্র শিশু পুত্র ইমরান বাড়ির পাশে খেলতে গিয়ে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া পরিত্যাক্ত জমিতে ডুবে মারা যায়। একমাত্র শিশু পুত্র কে হারিয়ে বাবা-মা বারবার মুচড়ে যাচ্ছেন।
শিশুর পিতা এরশাদ মিয়ার সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন,আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়তে আমি মাঠে চলে যাই।ঘরের সবাই ঈদের রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকায় আমার ছেলে কোন সময় পানিতে পড়ে যায় কেউ দেখেনি