নান্দাইলে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৭ ২০২০, ০০:৫২

এম.জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে ধর্মপ্রাণ মুসল্লী এবং উলামায়ে কেরাম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

আজ ( ০৬ ই নভেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকা থেকে শুরু হওয়া মিছিলে বিভিন্ন এলাকা থেকে তাওহীদি জনতা মিছিল সহকারে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার ঈদগাহ মাঠে জমায়েত হন। পরে আসরের নামাজের পর তাওহীদি জনতার ব্যানারে মূল মিছিল বের হয়। হাজার হাজার তাওহীদি জনতা,মাদরাসা শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারন মুসল্লীগণ অংশ গ্রহন করেন । মিছিল টি মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

উক্ত মিছিলে বক্তব্য রাখেন মুফতি আব্দুল কাদির নোমানী, মুফতি সাখাওয়াতুল্লাহ, ক্বারি হাসিম উদ্দিন,মাওলানা মাসউদুর রহমান, হাফেজ শহিদুল্লাহ, ক্বারি মাহতাব উদ্দিন, মাওলানা মাহদী হাসান, মাওলানা লোকমান হাকিম, ক্বারী রফিকুল ইসলাম।

বক্তারা অনতিবিলম্বে ফ্রান্সের রাষ্ট্র প্রধান ম্যানুয়েল ম্যাঁক্রো কে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়ে বিবৃতি প্রদানের আহ্বান জানান। এছাড়া ও ফ্রান্সের পণ্য বয়কটের ও দাবি জানানো হয়।

মিছিল শেষে ম্যানুয়েল ম্যাঁক্রোর কুশপুত্তলিকাতে অগ্নি জ্বালিয়ে প্রতিবাদ করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।