নান্দাইলে খাস জমি দখল করে বাড়ি নির্মাণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৫ ২০২০, ১৪:৩০

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে একটি মহল। পৈতৃক সুত্রে পাওয়া জায়গায় বাড়ি নির্মাণ করেছেন তমিজ উদ্দিন, জসিম উদ্দিন এবং নজরুল ইসলাম গং।

অন্যদিকে সরকারি জায়গা দখল করে দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে আছেন মৃত আব্দুল লতিফের পুত্র মোস্তফা, আবু তালেব, মোতালেব পরিবার। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছে দুই পক্ষের মাঝে। এর পরিপ্রেক্ষিতে বাদি পক্ষ রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দিলে মানুষ চলাচলে অসুবিধার সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা বিষয়টি নিয়ে দুইপক্ষের সাথে বসেন।

অবশেষে গতকাল (০৪ ঠা এপ্রিল) শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিদের নিয়ে সালিশ বসলে উভয় পক্ষকে মিলিয়ে দেন।

বাদি পক্ষ সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তা থেকে বাঁধা সরিয়ে জনচলাচলের জন্যে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন।

অমীমাংসিত বিষয় মীমাংসার জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করা হয়।