নান্দাইলে অসহায় কৃষকদের পাশে পৌর ছাত্রলীগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২২ ২০২০, ১৯:৩৯

নান্দাইল প্রতিনিধি; করোনায় শ্রমিক সংকটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দিয়ে অনন্য নজীর স্থাপন করলো ময়মনসিংহের নান্দাইল পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বুধবার নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সালামের নেতৃত্বে ২৪ সদস্য বিশিষ্ট একটি দল পৌর সদরের কৃষক সোহাগ মিয়া ও দ্বীন ইসলামের ৬ কাঠা বোরো ধানের ফসল কেটে কৃষকের বাড়ি পৌছে দেয়।নিজ উদ্দ্যোগে ধান কাটার সময় নান্দাইল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম পারভেজ, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দিদার মোহাম্মদ হিরন,সহ স্থানীয় পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রলীগের স্বেচ্ছায় এই ধান কাটায় কৃষকরা তাদের এই মানবিক কাজ কে সাধুবাদ জানায়। এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম কে জিজ্ঞেস করলে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশ এবং দেশের মানুষের পাশে ছিলো এখনো স্বেচ্ছায় গরীব,অসহায় কৃষকদের ধান কাটা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করি।