নানা বাধা পেরিয়ে ঠাকুরগাঁওয়ে করোনায় প্রথম মৃতের জানাযা সম্পন্ন
একুশে জার্নাল
মে ৩১ ২০২০, ০০:০০

মোঃ শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও প্রতিনিধি: গতকাল ঠাকুরগাঁওয়ে একজন করোনা রোগি মৃত্যু বরণ করেন। পরে তার জানাজা দেয়ার জন্য দায়িত্ব দেয়া হয় করোনা আক্রান্তদের দাফন-কাফনের সেচ্ছাসেবক সংগঠন “ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন” ঠাকুরগাঁও টিমকে। তারা দাফন করতে গেলে নানাা রকম বাধার সম্মূখীন হয়।
প্রথমত এলকাবাসী খরের স্তুপ করে বেরিগেড দিয়ে গাড়ি আটক করার চেষ্টা করেন। তারপর খাটিয়া দেয়া নিয়ে অনেক্ষণ তর্ক-বিতর্ক করার পর পুলিশের ভয় দেখালে তারা তা দিতে সম্মতি জানান।
খাটিয়া নিয়ে আসার পর আবার জানাযা পড়তে বাধা দেন গ্রামবাসী। এই পরিস্থিতিতে ইউএনওকে ফোন দিলে উনি পুলিশ ভ্যান পাঠিয়ে দেন। পুলিশ দেখে সেখান থেকে সবাই সরে পড়ে।
সবশেষে গ্রামবাসী কোথাও কবর খনন করতে না দিলে মৃতের নিজ জমিতে দাফনের কাজ সম্পন্ন হয়।
দাফন-কাফন শেষে “ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশ” এর সেচ্ছাসেবকরা এমন অমানবিক আচরণের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অনুরোধ করেছেন “এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে প্রশাশনের যথেষ্ট নজর রাখতে হবে।”