নাজিরহাট বিশ্ব বিদ্যালয় কলেজে অনার্স পড়ুয়াদের ঈদ পূণর্মিলনী সম্পন্ন।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৯ ২০১৮, ১২:১৭

কাজী শহিদুল্লাহ ওয়াহিদঃ উত্তর চট্টলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ,বিএসএস ও বিএ (অনার্স) শিক্ষার্থীদের ঈদ পূণর্মিলনী অনুষ্টিত হয়।

আজ ৮জুলাই রোজ রবিরার কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নুরুল হুদা’র উদ্বোধনে
এতে প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড’র সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসীম উদ্দীন শাহ বলেন,আমি আজ আনন্দিত নাজিরহাট কলেজের অনুষ্ঠানে আসতে পেরে। এ কলেজে এক সময় সন্ত্রাসীদের রাজত্ব থাকলেও এখন তা আর নেই।তিনি বলেন, বর্তমান সময়ে কলেজ পড়ুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এটিকে রোধ করতে হলে আপনাকে আমাকে সচেতন হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন,
জীবনকে সুখ-দুঃখের মাঝে আনন্দ তার একটি অংশ।তাই আমরা ঈদ পূণর্মিলী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক সাথে হয়ে অনন্দ উল্লাস করি।
তবে, এখন যারা চতুর্থ বর্ষে আছো তোমরা পরীক্ষায় ভালো করে এ কলেজের মান রাখবে আমি আশা রাখি।একজন শিক্ষক তখনই গর্বিত হয় যখন তার ছাত্র ভালো ফলাফল করে ভালো অবস্থানে যায়।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আওমীলীগের সদস্য ও কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদ’র সদস্য শাহ নেওয়াজ চৌধুরী বলেন,
এ কলেজে আমার অনেক স্মৃতিজড়িত আছে ।এক সময়ে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে এ কলেজে পড়তে আসতো।
আমি এখানের ছাত্র। আজ তোমাদের মাঝে এসে খুব আনন্দিত। আমাদের অনেকে শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চাকুরী করছে। তাদের সুনাম মানে কলেজের সুনাম। তাই তোমরাও কলেজের এ সুনাম ধরে রাখতে সর্বাত্যক চেষ্ঠা চালাবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান আক্তার আলম ও
প্রভাষক এস এম কাউসার ।

প্রভাষক মহিউদ্দীন ও সানজিদা হোসাইনের যৌথ সঞ্চালায় সাইদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্ত হয়।