নাজিরহাট কলেজ সংসদের সাবেক ভিপির কবরে তৈয়বের পুষ্পমাল্য অর্পন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০১৯, ০১:০৬

নাজিরহাট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রনেতা অামিনুল করিম জাহাঙ্গীরের কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এইচ.এম অাবু তৈয়ব। অাজ শনিবার সকাল ১১ টায় অামিনুল করিম জাহাঙ্গীরের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে তাঁর সমাধিতে এ পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও অা’লীগ নেতা শওকতুল অালম, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবেদুল অালম মাসুদ, সাবেক ছাত্রনেতা জয়নাল অাবেদীন, যুবলীগ নেতা মীর মোরশেদুল অালম, ছাত্রলীগ নেতা অাদিত্য সৈকত, সাইফুদ্দীন প্রমূখ।
এ সময় তার অাত্মার মাগফেরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।
পুষ্পমাল্য অর্পন শেষে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অাবু তৈয়ব সাংবাদিকদের বলেন, ‘অামিনুল করিম জাহাঙ্গীর অামাদের স্বপ্নের সারথী। ১৯৮৮ সালের এই দিনে জামায়াত শিবিরের কুখ্যাত ক্যাডাররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। তাঁর শবদেহ পৃথিবী থেকে চলে গেলেও তাঁর চিন্তা, চেতনা যুগ থেকে যুগান্তরে নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।