নাগরিক হিসেবে আল্লামা শফীও নিজস্ব মতামত দেওয়ার অধিকার রাখেন- শিক্ষা উপমন্ত্রী
একুশে জার্নাল
জানুয়ারি ১২ ২০১৯, ১৩:২৩
সম্প্রতি বর্তমান সামাজিক অবক্ষয়ে স্কুল কলেজে পর্যাপ্ত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে মেয়েদের না পাঠানো নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্য সম্পূর্ণ তাঁর নিজস্ব বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন দেশের নাগরিক হিসেবে আল্লামা আহদ শফীও নিজস্ব মতামত দেওয়ার অধিকার রাখেন।
চট্টগ্রামে নিজ বাসায় আজ শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নওফেল বলেন, ‘যিনি এই মন্তব্যটা করেছেন, তিনি তাঁর ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা, পরিচালনা বা শিক্ষা খাতে কোনো নির্বাহী দায়িত্বে নেই। আমি সম্মানের সঙ্গে বলব, আমরা সকলেই যারা বাক্স্বাধীনতার চর্চা করছি, আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি যে সংবিধান অনুসারে আমাদের সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।’
উপমন্ত্রী বলেন, ‘আমরা যেন বৈষম্যমূলক মন্তব্য না করি, এটা আমি সকলের কাছে আহ্বান জানাবো। যেহেতু তিনি কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অবস্থানে নেই, তিনি তাঁর ব্যক্তিগত অভিমত দিয়েছেন। কিন্তু তিনি অভিমত দিলেই সেটা রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত বা প্রতিফলিত হবে,সেটা চিন্তা করার অবকাশ নেই। সমাজে এ রকম অনেকেই অনেক ধরনের অভিমত দেন।’
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই ইসলামের অনুশাসন মেনে চলব, সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের অনুশাসন মেনে চলবেন। অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ কারিকুলাম অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় শিক্ষার মানোন্নয়নও খুবই প্রয়োজন। এতে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে না।