নষ্ট যুবক। ফিরোজ হাসান চৌধুরী টিটু
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২২ ২০১৯, ০৯:১১
বাতাসে এখন ছড়িয়েছে খবর
স্বপ্ন ভঙ্গের তীব্র যন্ত্রণা ভুলতে গিয়ে
সিগারেটের ধোয়া উড়িয়ে,
গন্তব্যহীন ভাবে হেটে চলে এক যুবক।
জলন্ত আগ্নেয়গিরির দিকে
মিথ্যা মরিচিকার পানে।
কখনও আছড়ে পরে মৃত্তিকার বুকে
তবুও ছুটছে মিথ্যা আশায়।
ভালবাসার পিছনে ছুটতে যেয়ে
ছলনার ভালবাসা ভুলতে গিয়ে
এভাবে পথভ্রষ্ট,নষ্ট,নিঃস হচ্ছে কত যুবক।
পরিশেষে বলব আমি..
ভালবাসা তুমি নিকোটিন,
আর প্যাথডিনের ছড়াছড়ি
নেশায় বুদ হয়ে থাকা
এক নষ্ট যুবক।