নরেন্দ্র মোদির বিজয়ে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুতে সমাধানের আশা দেখছে যুক্তরাজ্য যুবলীগ
একুশে জার্নাল
মে ২৫ ২০১৯, ২২:০৯
আব্দুল হামিদ নাছার, লন্ডন
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় জয় পাওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত সমাধানের মুখ দেখবে বলে আশা করছেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান । তারা নরেন্দ্র মোদিকে অভিন্দন জানিয়ে এক বিবৃতিতে বলছেন, এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মোদি সরকারের ক্ষমতা আরও বাড়বে। সেজন্য তারা রাষ্ট্রের প্রয়োজনে যেকোনও উদ্যোগ বাস্তবায়ন করতে চাইবে। পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক আপত্তি-অনাপত্তি নিরসন করে তারা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করতে চাইবে।
বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান এর ভাষ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হতে যাওয়া মোদি সরকারের গত মেয়াদে দুটি বড় ইস্যুতে সমাধান এসেছে। এর একটি হলো সীমান্ত চুক্তির বাস্তবায়ন ও অপরটি হলো সমুদ্রসীমা নির্ধারণ। এ ছাড়া, ভারতকে সড়কপথে ট্রানজিট দেওয়া, চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি দেওয়াসহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। আর আমাদের সরকারের পক্ষ থেকে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, তিস্তা পানি বণ্টন চুক্তি করাসহ নানা দাবি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে এবার উদ্যোগ নেওয়া হলে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ও তিস্তা পানি বণ্টন চুক্তিটা হয়ে যেতে পারে। এ ছাড়া, ভারত তার নিজের স্বার্থেই জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে আশা করছি ।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ সদস্য ফখরুল ইসলাম মধু বলেন,
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক রয়েছে। উভয় দেশ অনেক ক্ষেত্রেই একে-অপরের সহযোগিতা করছে।’ এই সুসম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
উল্লেখ্য সদ্য সমাপ্ত নির্বাচনে ভারতের ৫৪৩ বিশিষ্ট লোকসভা আসনের (৫৪২ আসনে ভোট হয়) মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫৩ টি আসন। এর মধ্যে বিজেপির একার আসন ৩০২। কিন্তু সংসদে তাদের কোন মুসলিম প্রতিনিধি নেই।