নবীজীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ঝিকরগাছার বাঁকড়ায় বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল
নভেম্বর ০২ ২০২০, ১১:২২
নিজস্ব প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টা ৩০ থেকে প্রস্তাবিত বাঁকড়া থানার সাধারন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে চৌরাস্তা মোড়, বাঁকড়াবাজার রোড থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন ও তাদের সাথে রাষ্ট্রীয় সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, প্রস্তাবিত বাঁকড়া থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা তাওহীদুর রশিদ রিয়াদ, মাওলানা রাহানুর রহমান, মাওলানা মফিজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজিবর রহমান শিশির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে।