নবীগঞ্জে মানসিক প্রতিবন্ধি ছেলে নিখোঁজ
একুশে জার্নাল ডটকম
জুন ১০ ২০১৯, ১৩:০৩
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের মোঃ ছুবান মিয়ার ছেলে মোঃ ছাকিব আহমেদ-(১৮)নিখোঁজ হয়েছে।
জানা যায়, বড়চর গ্রামের ছুবান মিয়ার ছেলে মোঃ ছাকিব আহমেদ (১৮) প্রতিদিনের ন্যায় গত ১৯/০৫/২০১৯ তারিখে পানিউমদা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ীতে না ফেরায় তার বাবা মোঃ ছুবান মিয়া ছেলেকে না পেয়ে এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে ছাকিব আহমেদকে তার আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
মোঃ ছুবান মিয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে হারিয়ে প্রায় পাগল অবস্থায় রয়েছেন। ছেলেকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন মোঃ ছুবান মিয়া। মোঃ ছাকিব আহমেদ (১৮) হারিয়ে যাওয়ার সময় তার গায়ে মাঝারি সাদা শার্ট, সবুজ রংঙের গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। শারীরিক গঠন মাঝারি, মাথার চুল কালো ও ছোট, গায়ের রং ফর্সা। সে নবীগঞ্জ আঞ্চলিক ভাষায় কথা বলে। তার মুখমণ্ডল গোলাকার ও চোখের বর্ণ কালো।
কোন হৃদয়বান ব্যক্তি যদি তার কোন সন্ধান পান তাহলে নবীগঞ্জ থানায় অথবা তার পরিবারের সঙ্গে (01706-032986 নাম্বারে) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। নবীগঞ্জ থানার সাধারণ ডায়েরি (নং ১১৮২)।



