নবীগঞ্জে প্রবাসী গীতিকবি কতুব আফতাবকে সংবর্ধনা
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৪ ২০২০, ১৬:২৮
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়ার গ্রামের কৃতি সন্তান ইউরোপের জনপ্রিয় টিভি চ্যানেল এন টিভির সিলেটের আঞ্চলিক ভাষার প্রোগাম মায়ার সিলেটের উপস্থাপক গাতিকবি কতুব আফতাবকে এক সংসর্ধনা প্রদান করেছে নবীগঞ্জ উপজেলার কুশি ইউনিয় পরিষদের সদস্য বৃন্দ। গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন অফিসের হলরুমে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারছু মিয়ার সভাপতিত্বে ও কুশি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার,সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী আব্দুল গফুর,ইউপি সদস্য শাহ সামসুল আলম সুজন, জামাল খান, রাজিয়া বেগম,ছদর উদ্দিন চৌধুরী,নজরুল আমিন, ডাঃ অমেলেন্দু সূত্রধর, সৈয়দ হায়দার আলী মীর, এনামুল হক এনাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাম হোসেন গীতাপাঠ করেন অমেলেন্দু সূত্রধর। আলোচনা সভা শেষে সংবর্ধিত ব্যাক্তিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মান বরন করা হয়।