নবীগঞ্জে নতুন করোনা আক্রান্ত ১০; মোট আক্রান্ত ৪৯

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৩ ২০২০, ১৯:১৫

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নতুন করে ১০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জ‌ন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়। নতুন করে আক্রান্তদের মধ্যে নবীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা,হাসপাতালে ওয়ার্ডবয় সহ মোট ১০ জন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৭২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৯ জনের করোনা পজেটিভ এসেছে। বাকি সব নেগেটিভ।

এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছেন ২৮ জন।বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ।