নবীগঞ্জে আবুল হত্যামামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী র্যাবের হাতে গ্রেফতার
একুশে জার্নাল
মার্চ ০৫ ২০২০, ১১:১২
আহমদ মালিক,ওসমানীনগর প্রতিনিধি: নবীগঞ্জে আলোচিত আবুল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গত রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আবুল মিয়াকে হত্যা করে সুন্দর মিয়া ও তার লোকজন। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী সুন্দর মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল।
সকালে গোপন সুত্রে খবর পেয়ে র্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে দরবেশপুর গ্রাম থেকে সুন্দর মিয়াকে গ্রেফতার করা হয়।