নবনিযুক্ত কোষাধক্ষ্যের সাথে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, নোবিপ্রবির সৌজন্য সাক্ষাৎ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৯ ২০১৮, ১৩:১৯

তরিকুল শাওন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধক্ষ্য, শাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নোবিপ্রবিস্থ সিলেটি শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি, নোবিপ্রবির
নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যগণ । এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তারিকুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক রাবেল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জনি, ফখরুল ইসলাম, সাফি সারওয়ার, অর্থ সম্পাদক রাজ সরকার, উপ-ক্রীড়া সম্পাদক অভিষেক অভি এবং সদস্য ফরহাদ কবির সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতিখার হোসাইন রাজু, সেকশন অফিসার ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম ইমন প্রমুখ।
সাক্ষাৎকালে নবনিযুক্ত কোষাধক্ষ্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন শিক্ষার্থীদের সাথে উনার পরিকল্পনা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।