নতুন দিনের ইশতেহার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৬ ২০১৯, ০০:৪৬
আবদুল্লাহ আল খায়ের
ব্যাঙ দেখে আজ ভড়কে পালাস
ট্যাংক দেখে কাল করবি কী?
নতুন কসাই আসবে যখন
আসমানেতে চড়বি কী?
বাঁচতে হলে দীনের দাওয়াত
যা দিয়ে সব অঙ্গনে
ভয় সংশয় ছিটকে ফেলে
সৎসাহসীর সঙ্গ নে।
জ্ঞান সাধনায় যা এগিয়ে
সত্যের কর উন্মোচন
ঈমান আমল শক্ত করে
কর আগামীর খুন মোচন।
জ্ঞানবিজ্ঞানও গবেষণায়
বাড়া নিজের যোগ্যতা
থামারে তোর আরাম আয়েশ
যতো উপভোগ্য তা।
দে ছড়িয়ে বিশ্বজুড়ে
নতুন দিনের ইশতেহার
সিন্ধুসেনা এগিয়ে যা
জলুমবাজের পিষতে হাড়।