নজির স্থাপন করলো প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা- ইউ,এ,ই
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০২ ২০১৮, ০১:৪১
সাব্বির বিন আকবর: ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি বৃহত্তর সিলেট এবং সৈয়দ নাসির উদ্দিন সিপাহশালার পদধূলিতে ধন্য হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা থেকে আগত অতিথিদের সম্মানে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান গতকাল আরব আমিরাত এর অঙ্গ রাজ্য শারজাহ র’ নুরুজ্জামান হোটেলে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
পবিত্র কালামুল্লাহ র তিলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি চলে মধ্য রাত পর্যন্ত। সংস্থার সভাপতি জনাব,আব্দুল আজিজ উজ্জ্বল এর সভাপতিত্বে ও ধারা ভাষ্যকার আব্দুল আওয়াল এবং বিশিষ্ট, উপস্থাপক মিয়া মোহাম্মাদ সিজিল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার ৫নং ইউনিয়ন এর মাননীয় চেয়ারম্যান জনাব,হাবিবুর রাহমান টেনু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের হাজারো পথভুলা যুব সমাজ কে সুপথে আনার সুদক্ষ কারিগর, তরুণ আলেম জনাব, আব্দুল হাই বাহুবলী। সভার বিশেষ আকর্ষণ ছিলেন,তরুণ যুব সমাজের অহংকার বিশিষ্ট, লেখক,গবেষক, ও বাংলাদেশ তালিমুর ক্বোর-আন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব,ইমদাদুল হক নোমানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৌলতপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা দানবীর হাজী আরজু মিয়া,পুটিজুরী জামেয়ার সুনাম ধন্য প্রিন্সিপাল জনাব,কামরুল ইসলাম, গ্রামীণ ঐক্য ফোরাম এর সভাপতি শেখ লুৎফুর রাহমান, বেলাল আহমাদ সহ অনেকেই।সদ্য সংবর্ধিত ব্যক্তিবর্গকে কাছে পাওয়ায় আপনাদের অনুভূতি কেমন জানতে চাইলে সংস্থার সাধারণ সম্পদাক, মিয়া মোহাম্মাদ সিজিল বলেন, প্রবাসে বসবাসরত সকলের সার্বিক সহযোগিতা ও আমাদের ভাতৃত্ব বন্ধন মজবুত ছিলো বলেই আজ এমন মনোমুগ্ধকর প্রোগ্রাম উপহার দিতে সক্ষম হয়েছি।
আগামীদিনে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থাকে কোথায় দেখতে চান জানতে চাইলে ভাষ্যকার জনাব,আব্দুল আউয়াল বলেন, এটি যেহেতু একটি সামাজিক সংগঠন, আমাদের প্রত্যাশা প্রবাসে অবস্থানরত বাহুবলবাসী সহ সকলের আন্তরিক ভালোবাসা সাথে থাকলে আমাদের এ সংস্থাটি একদিন সমাজ সেবায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।
পরে সংস্থার সভাপতি আব্দুল আজিজ উজ্জ্বল সহ বিভিন্ন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের ক্রেস্ট প্রদান করা হয়।