নগরীতে ফটিকছড়ির শিক্ষার্থী নিখোঁজ, খু্ঁজছে পরিবার।
একুশে জার্নাল
ডিসেম্বর ১৬ ২০১৮, ০৫:৩০

চট্টগ্রাম নগরীতে ফটিকছড়ির এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছে। মুহাম্মদ ইব্রাহীম(১২)। সে ফটিকছড়ি পৌর সদরের সাইরাপাড়া প্রবাসী অাবুল মুনছুরের পুত্র।
অাবুল মনছুর জানান, গত পরশু সকাল থেকে নগরীর সেগুনবাগান তালিমুল ইসলাম কমপ্লেক্স মাদরাসা হতে নিখোঁজ রয়েছে তার ছেলে।
তার এক সহপাটি মাদ্রাসা থেকে বের হতে দেখলেও এখনো কোথাও তার হদিস মেলেনি।
তিনি অারো বলেন’, সে কখনো শহরে একা যেত না, কোথাও একা বের হতোনা। পরিবারের কেউ একজন তাকে অাবাসিক মাদ্রাসায় অানা নেওয়া করতো। তার অাজ থেকে বার্ষিক পরীক্ষা শরু হয়েছে। অথচ সে কোথায় কিছুই তথ্য পাচ্ছি না। থানায় জিডি করেছি। অামার সন্তানের হদিস পেতে সবার সহযোগিতা কামনা করছি ‘।
যোগাযোগ:
01887-016062 (বাবা)
01815-185359(চাচাতো ভাই)
ইব্রাহিমকে তার পরিবারের কাছে ফিরে পেতে সহযোগিতা করুন।