ধামরাইয়ে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৩ ২০২০, ২১:৫৭

মোঃইয়াসিন,সাভার(ঢাকা): ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি বিজয় টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃজুলহাস উদ্দিন (৩৫)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া এলাকার কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। তিনি বলেন, তার মারা যাবার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

সাংবাদিকের এ হত্যাকান্ডে সাংবাদিক মহলের তীব্র নিন্দা সহ দোষীদের শাস্তির দাবী জানানো হয়।