ধানের শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ (ভিডিও)
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩১ ২০১৮, ১৮:০৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্যায় এক সিএনজিচালকের স্ত্রীকে (৩০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে স্থানীয় একদল যুবক।
ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশোধ নিতে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবার জানায়। তারা আওয়ামী লীগের ছিলো বলেও জানায় তারা।
সিএনজিচালক বলেন রোববার তার স্ত্রী কেন্দ্রে ভোট দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগকর্মী সোহেল, আলাউদ্দিন, স্বপন, আনিস, আনোয়ার, আবু মাঝি, হেদু মাঝিসহ কয়েকজন তাকে প্রকাশ্যে ভোট দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবার সামনে তার স্ত্রী ধানের শীষে সিল দেয়।
ধর্ষিতার স্বামী জানান, এরপর রাত ১০টার দিকে আওয়ামী লীগের সেসব কর্মী তার বাড়ি এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। সিরাজ মিয়া দরজা খুললে সন্ত্রাসীরা ঘরে ঢুকে তার হাত-পা-মুখ বেঁধে ফেলে।
তিনি বলেন, এরপর তার স্ত্রীকে (৩০) ঘরের বাইরে নিয়ে যায় এবং রাতভর গণধর্ষণ করে। ভোর ৫টার দিকে উলঙ্গ অবস্থায় ঘরের পাশে ফেলে যায়।
‘এলাকাবাসী সকালে স্ত্রীকে উদ্ধার করে এবং অজ্ঞান অবস্থায় বেলা সোয়া ১২টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়’ এখনো পর্যন্ত সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানা যায়।
https://www.facebook.com/tahsinahmad.bd/videos/287816878748257/