ধানক্ষেতে মিলল ধানের শীষে সিল দেওয়া ব্যালট

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩১ ২০১৮, ১৪:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রের কাছে একটি ধানক্ষেত থেকে ধানের শীষে সীল দেওয়া ব্যালট উদ্ধার করেছে পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান, সোমবার বিকালে খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের ধানক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

রোববার ভোটের দিন বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল লোক। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যালট পেপারগুলো গুনে দেখা গেছে, এর ০২৬৯২৪৬ থেকে ০২৬৯২৭৩ পর্যন্ত ২৭টি ব্যালটে ধানের শীষ প্রতীকে সিলে দেওয়া রয়েছে। আর ০২৬৯২৭৪ থেকে ০২৬৯৩০০ পর্যন্ত ব্যালট পেপারগুলো সিল না দেওয়া।

ওসি বদরুল বলেন, “ব্যালট পেপারগুলো উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম মোর্শেদের কাছে তুলে দেওয়া হয়েছে।”

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।