ধর্ষণ প্রতিরোধে শরয়ী আইনের বিকল্প নেই: মাওলানা সামীউর রহমান মুসা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৯ ২০২০, ২১:২২
জামেয়া মাদানিয়া সিলেট কাজিরবাজার এর প্রিন্সিপাল,আল্লামা হাবীবুর রহমান রহ. প্রজন্মের আহ্বায়ক মাওলানা সামিউর রহমান মুসা বলেছেন
আজ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এধরনের জঘন্য অপরাধ জাহিলী যুগের সকল বর্বরতাকেও হার মানিয়েছে। আজ দেশের মানুষের জান- মাল ও ইজ্জতের কোন নিরাপত্তা নেই। ধর্ষকদের দ্রুত কঠিন বিচার না হওয়ার কারণে নতুন ভাবে সারাদেশে প্রতিদিন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।
তিনি আর ও বলেন, ধর্ষণ বন্ধে কুরআনের আইনের বিকল্প নেই। তারা নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে শরিয়াহ বোর্ড কায়েম করে অপরাধে জড়িতদের কুরআনের আইনে দ্রুত বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তা না হলে ধর্ষকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. প্রজন্মের মাসব্যাপী কর্মসূচি অংশ হিসাবে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা লক্ষে লিফলেট বিতরণ উদ্বোধনকালে এ কথাগুলা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. প্রজন্মের উপদেষ্টা হযরত মাওলানা আব্দুস ছোবহান, প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুস্তাক, প্রাক্তন ছাত্র মাওলানা সেলিম উদ্দিন,মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম,তারিক বিন হাবীব,মাওলানা হারুনুর রশীদ,মাওলানা ফাহাদ আমান,হাফিজ কয়েছ আহমদ প্রমুখ।