ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডের দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৬ ২০২০, ১৬:৫৭
এবি (আবদুল) হান্নান, ভোলা জেলা প্রতিনিধি:
ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এবং ধর্ষকদের বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবীতে ভোলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে শহরের বিভিন্ন কলেজ,মাদ্রাসা,স্কুলের কয়েকশতাধিক সাধারন শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করে।
ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন ব্যানার ও প্রতিবাদমূলক প্ল্যাকার্ড নিয়ে ধর্ষনের সাজা একমাত্র মৃত্যুদণ্ড এবং তা দ্রুত সম্পন্ন করার প্রতিবাদ মানবন্ধনে দাবি জানান শিক্ষার্থীরা।
এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন পেশাজীবীর মানুষ অংশ করেন।
প্রতিবাদী সভার শিক্ষার্থীরা জানান, আমাদের দেশের ধর্ষণ যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তাঁতে আমরা নারীদের যথেষ্ট নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছি। গত নয়মাসেই দেশে প্রায় ৯৮১ নারী ধর্ষণ হয়েছে। যার মধ্যে ৪১ জনকে ধর্ষণের পর হত্যা, ৯ জন আত্মহত্যা করে। এমনকি শিশুরাও ধর্ষণ থেকে নিস্তার পায়নি। গত নয়মাসে প্রায় ১২০ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা চাই সমাজ থেকে এই জঘন্য অপকর্ম নির্মূল হোক।’
সারাদেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুত বিচার এ সম্পন্ন রায় কার্যকরের দাবি জানান বক্তরা।
এ সময় বক্তব্য রাখেন নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মুনিরা , সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান হৃদয় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আনজুম , ভােলা কলেজের মেহেদী আরেফিন , বিএম কলেজের তাহসিন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ আহমেদ, ভোলা সরকারি কলেজ এর সাবেক ভিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,সাংবাদিক মেজবা উদ্দিন শিপুসহ অনেকে।
মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণের বিচার দ্রুত করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা এবং ১০০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করাসহ ছয় দফা দাবি তুলে ধরেণ।