ধর্ষণের বিরুদ্ধে দীঘিনালা মানবাধিকার কমিশনের মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১১ ২০২০, ১৭:১৮

দীঘিনালা প্রতিনিধি: 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর (রবিবার) বেলা ১০.৩০ ঘটিকায় দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাদাত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু নিউটন মহাজন, দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি এফ এম আলমগীর মিয়া, সদস্য মোঃ খোকন প্রমূখ।

বক্তারা বলেন, সরকার বিরোধী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধ গুজব ও অপপ্রচার চালিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে৷ ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি যারা সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।