ধর্ষণের প্রতিবাদে উত্তাল শাপলা চত্বর
একুশে জার্নাল
অক্টোবর ০৮ ২০২০, ১৬:০৩
একুশে জার্নাল ডেস্ক:
দেশের সাম্প্রতিক ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মতিঝিলের শাপলা চত্বর। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নিচ্ছেন। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
আজ (বৃহস্পতিবার) দুপুরের পর থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে শাপলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সামনের দিকে শাপলা চত্বরের সড়কে মতিঝিল মডেল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলোনি উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বসে বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীরা অনেকেই নটরডেম কলেজের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মতিঝিল থানার ওসি (তদন্ত) মনির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।