ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামি ছাত্রসমাজের মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৬ ২০২০, ২১:২৯

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামি ছাত্রসমাজ ভূজপুর থানা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে
নেজামে ইসলাম পার্টি উত্তর জেলার নায়েবে আমির মাওলানা আবু তালেবের সভাপতিত্বে ইসলামী ছাত্রসমাজ ভূজপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ভূজপুর শাখার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এত উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সাবেক ছাত্রনেতা মাওলানা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা হাবিবুল্লাহ দিদু, সাবেক ছাত্রনেতা মাওলানা আলাউদ্দিন, ছাত্রনেতা মাওলানা জামাল উদ্দিন, ছাত্রনেতা, এমরান, নিজাম, শাহনেওয়াজ, তারেক, জুনায়েদ ইরফান, জুবায়ের, জুনায়েদ, মুসা,তালেবুল্লাহ, আমানুল্লাহ, জাবের, মাসুদ, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ যেন নিত্যদিনের রুটিন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই ফাঁস হচ্ছে ধর্ষণকারীদের বর্বরতা। সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ডিজিটাল বর্বরতা ঘটনা উদ্বেগজনক মাত্রায় অহরহ বেড়েই চলছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলেই দেশে এসব কুলাঙ্গারদের দৌরাত্ন্য কমে আসবে বলে মন্তব্য করেন বক্তারা।