ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে দারুল আরকাম শিক্ষকদের খতমে কুরআন কর্মসূচী
একুশে জার্নাল ডটকম
জুন ১৪ ২০২০, ১২:০০

নিজস্ব প্রতিবেদক:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা বাংলাদেশ শিক্ষক সমিতি (দাশিকস)-এর কেন্দ্রীয় কমিটি এবং ৬৪ জেলার (দাশিকস) সহ ইফার সংশ্লিষ্ট সকল কেন্দ্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গত শনিবার (১৩জুন) দিবাগত রাতে ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ মো. আব্দুল্লাহ। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
এ দিকে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি বাংলাদেশ (দাশিকস)- এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানান, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. মহিউদ্দীন আমিনী, এবং মহাসচিব, আনাস মাহমুদ।
এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক জরুরী বার্তায় জানানো হয় যে, প্রত্যেক জেলায় জেলায় খতমে কোরআন পড়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের রুহের মাগফিরাত কামনাও দুয়া করা হবে। জেলা সভাপতি ও সেক্রেটারি মহোদয়গণ এব্যাপারে নিজ নিজ জেলায় কর্মসূচী গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা (দাশিকস) ফরিদপুর জেলা কমিটির পক্ষ থেকে (মুক্তিযোদ্ধার সন্তান) মো. শাখাওয়াত হোসেন বলেন, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ট সন্তান ”বীর মুক্তিযোদ্ধাকে” হারালো। বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি শুধু স্কুল, কলেজ, ভার্সিটির ই ছাত্র ছিলেন না। তিঁনি মাদরাসার ছাত্রও ছিলেন। হাফেজ, আলেম ওলামায়ে-কেরামদের অনেক ভালোবাসতেন। আমৃত্যু হাফেজ, আলেম-ওলামায়ে কেরাম, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জনাব মো. শাখাওয়াত হোসেন, সারা দেশের দারুল আরকাম শিক্ষকদের পক্ষ থেকে তাঁর অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।