ধর্মীয় শিক্ষার প্রচার- প্রসারের জন্য প্রচেষ্ঠা অব্যাহত থাকবে: সাংসদ নজিবুল বশর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ২৩:৪৭

মো. সাখাওয়াত হোসেন: দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ধানমন্ডিস্থ বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)-এর কেন্দ্রীয় কার্যলয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম.পি।

সাংসদ তার বক্তব্যের এক পর্যায় বলেন, ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। দারুল আরকাম ইবতেদায়ী ১০১০টি মাদ্রাসার ২০২০ জন শিক্ষকদের বেতন ভাতা প্রায় ১০ (দশ) মাস যাবৎ বন্ধ। ২০২০ জন শিক্ষকদের পরিবারের প্রায় ১২০০০ (বার হাজার) সদস্যদের জীবিকা নির্ভর করে।

জাতির জনক বঙ্গবন্ধু ধর্মীয় শিক্ষা প্রচার ও প্রসারের ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একই পথে ধর্মীয় শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী আরো বলেন ‘মানবিক ও ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য মুজিব র্বষের এসময়ে এসমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে-ইনশা আল্লাহ’।

সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃব্দের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ আলী হোসাইন , দপ্তর সম্পাদক মুহাম্মদ সেলিম মিয়াজী যুগ্ম সেচ্ছা সেবক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক । দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যান সমিতির সহ সভাপতি মাওলানা মনোয়র হোসেন , মাওলানা ফয়জুর হাসান, মাওলানা আল আমীন, মাওলানা হাবীবুর রহমান, সাধারন সম্পাদক, মাওলানা জাকির হোসেন, মাওলানা ইউনুস খান, মাওলানা রাশেদুল ইসলাম প্রমুখ।

উক্ত আলোচনাও মতবিনিময় সভার অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন।