ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সাথে হেফাজতে ইসলাম ইউ,কে নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ১৪ ২০২৪, ২১:৫৪
গতকাল শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ইংরেজি যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা মাওলানা আ ফ ম খালিদ হোসেন এর সাথে হেফাজতে ইসলাম ইউ কে এর নেতৃত্বে লন্ডনস্থ উলামায়ে কেরামের একটি সৌজন্য বৈঠক স্থানীয় ফোর্ড স্কয়ার মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয় । হেফাজতের সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান এতে সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ধর্মীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন-আমরা বাংলাদেশকে একটি সম্প্রীতির রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই । এখানে সব ধর্মের ধর্মীয় উপাসনার সম্পুর্ণ অধিকার রয়েছে । এ সরকার হিন্দুদের পুজা পালনের জন্য ৪ কোটি টাকার বরাদ্দ দিয়েছে এমনকি খৃষ্টানদের বড়দিন পালনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে । যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ।
তিনি হেফাজতে ইসলাম কর্তৃক আনীত বিভিন্ন দাবি দাওয়া গভীর মনোযোগ সহকারে শুনেন এবং আশ্বাস প্রদান করেন যে, যেসব উলামারা বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় জড়িয়ে আছেন তাদের মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন-উলামাদের দাবি আমার দাবী। আপনাদের সব দাবীগুলো যেন পূরণ হয় ইনশাআল্লাহ আমি সে চেষ্টা চালিয়ে যাব ।
তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন । এমনকি কওমী মাদ্রাসার ছাত্রদের চাকুরির ক্ষেত্রে সমতা বজায় রেখে ছাত্ররা যাতে স্ব স্ব স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সে ব্যাপারে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
সভায় আরও বক্তব্য রাখেন-ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মাওলানা মুফতি মাওসুফ আহমদ, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা সৈয়দ নাইম আহমদ এবং মুফতি সালেহ আহমাদ প্রমুখ ।