ধর্মপ্রতিমন্ত্রীকে সতর্ক করলেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৮ ২০২০, ২৩:৪৬
ড.মিজানুর রহমান আজহারীকে জামায়াতে প্রোডাক্ট বলায় বাংলাদেশের বর্তমান আরেক তাফসীর কারক মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী ধর্ম প্রতিমন্ত্রীকে কে সতর্কতার সাথে কথা বলার আহবান জানান তিনি, কামরুল ইসলাম সাইদ আনসারী তিনি তার ফেইসবুকে এক স্ট্যাটাসে লেখেন….
সরকারী খরচে আলেম ওলামাদের হজে নেয়া প্রসঙ্গে মানোনীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় একটি বেফাঁস মন্তব্য করে(কুকুরের উদাহরণ দিয়ে) পরবর্তীতে ক্ষমা চেয়ে ছিলেন ! আমারা তা মনে রেখেছি।
মাননীয় মন্ত্রী, আবেগে নয় ! সতর্কতার সাথে কথা বলার জন্য আপনার প্রতি পরামর্শ রইল।
উল্লেখ, বাংলাদেশের বর্তমান আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন আজহারীসহ কিছু বক্তা।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন এসব বক্তা। তারা কোরআন হাদিসের যেসব ব্যাখ্যা দেন তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের গৌরীপুর কাচারি এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।