দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দিতে হবে
একুশে জার্নাল
জানুয়ারি ০১ ২০১৯, ০৩:০৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
নির্বাচন পরবর্তী দলের করণীয়, দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন, দলীয় কর্মসূচির বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল জানান, নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে হবে। আর দ্রুতই তা করতে হবে।
ফখরুল বলেন, আমরা নির্বাচনে গিয়েছিলোম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে।
বৈঠকে দলের আরও উপস্থিত ছিলেন-ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।