দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ বাড়ানোর কারনে ৬ ব্যবসায়ী ৬০ হাজার টাকা জরিমানা
একুশে জার্নাল
মার্চ ২২ ২০২০, ১২:২৮
এম হেলাল উদ্দিন (নিরব) পটিয়া, চট্টগ্রাম : দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ বাড়ানোর কারনে গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান।বিভিন্ন জায়গা পরিদর্শন করে দ্রব্য মূল্যের দ্বিগুণ দাম বৃদ্ধির কারনে ৬ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরো জানান,পটিয়া উপজেলার আমজুর হাট, বুধপুরা বাজার,এবং পৌরসদরে বিওসি রোড় এলাকায় অভিযান চালিয়ে চাল,পিয়াজসহ বিভিন্ন নিত্য দ্রব্য মূল্যের দ্বিগুণ দাম নেয়ার কারনে ৬ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, প্রতিটা দোকানের মধ্যে দ্রব্য মূল্যের মুল তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন। এবং সাধারণ মানুষ কে আতংকিত না হয়ে বেশি মুল্য পন্য না কেনার পরামর্শ দেন।