দ্রব্যমূল্য না কমলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় পার্টির
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৩ ২০২২, ১৯:২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টি ২০১৪ সাল থেকে প্রধান বিরোধী দলের ভূমিকায় নিষ্ক্রিয় থাকলেও এবার তারা আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, দ্রব্যমূল্য না কমা পর্যন্ত রাজপথ ছাড়বে না।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাপা এ মানববন্ধন করে।
মানববন্ধনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হয়, যদি দেশের দুর্নীতি বন্ধ করা না হয়, যদি দলবাজি আর চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে জাতীয় পার্টি আর রাজপথ ছাড়বে না। আমরা গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’
দেশে বেকারের সংখ্যা অন্তত ৫ কোটি জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। দেশে দ্রব্যমূল্য লাফিয়ে বাড়ছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। বিশেষ করে করোনাকালে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সবার কর্মসংস্থান হয়নি। সব মিলিয়ে এমন বাস্তবতায় যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তাতে মনে হয় দেশের মানুষের প্রতি সরকারের কোনো দরদ নেই। সরকার মানুষের কষ্ট বোঝে না।’
চুন্নু বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ, যারা সরকারি দল করে তারাই শুধু ভালো আছে। দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি আর দলবাজি করে একটি শ্রেণি ধনী থেকে আরও ধনী হচ্ছে। আর দেশের বেশিরভাগ মানুষ দিন দিন আরও গরিব হচ্ছে। মানুষের আয় নেই কিন্তু ব্যয় বেড়েছে কয়েক গুণ।’
তিনি বলেন, ‘প্রতি কেজি চালের দাম বেড়ে বর্তমানে ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এরশাদ সাহেবের সময় যে সয়াবিন তেল ২০ থেকে ২৫ টাকা লিটার বিক্রি হয়েছে এখন তা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আবার পেট্রোলের দাম ছিল ৭ থেকে ১০ টাকা লিটার এখন তা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
‘এভাবে নিত্যপণ্যের দাম বাড়লে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আর পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। দেশের মানুষ এমন গণবিরোধী সিদ্ধান্ত মেনে নেবে না।’
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এসএম ফয়সাল চিশতীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।