দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনশনে বিএনপি
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০২ ২০২২, ১১:৪৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
শনিবার (২ এপ্রিল) সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি’র জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অনশনে নেতাকর্মীরা দ্রব্যমূল্যের দাম কমানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
গত বুধবার ৩০ মার্চ দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন।
এক মাসব্যাপী বিএনপি’র যে কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।